| |
               

মূল পাতা আন্তর্জাতিক হালাল খাদ্য প্রক্রিয়াকরণে মালয়েশিয়ার বিনিয়োগ চাইছে কম্বোডিয়া


হালাল খাদ্য প্রক্রিয়াকরণে মালয়েশিয়ার বিনিয়োগ চাইছে কম্বোডিয়া


শেখ আশরাফুল ইসলাম     29 August, 2025     02:35 PM    


হালাল খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে মালয়েশিয়ার কাছে বিনিয়োগ চেয়েছে কম্বোডিয়া। 

কম্বোডিয়া এবং মালয়েশিয়া তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনায় বসেছিল।  সেখানে বিনিয়োগের সম্ভাবনা, বিশেষ করে রপ্তানির জন্য হালাল খাদ্য পণ্যের বিষয়টি নিয়ে ‍উল্লেখযোগ্য আলোচনা হয়েছে। 

গত ২১ আগস্ট কাউন্সিল ফর দ্য ডেভেলপমেন্ট অফ কম্বোডিয়া (সিডিসি) সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতেব সিডিসির প্রথম সহ-সভাপতি কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী সান চ্যানথল, সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করার জন্য মালয়েশিয়ার রাষ্ট্রদূত শাহারউদ্দিন ওনকে স্বাগত জানান।

থাইল্যান্ডের সাথে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কম্বোডিয়ান সরকারের প্রচেষ্টার জন্য মালয়েশিয়ান রাষ্ট্রদূত তার প্রশংসা ভাগ করে নেন। ২৮ জুলাই মালয়েশিয়ার পুত্রজায়াতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি এই চুক্তিকে প্রতিবেশী দেশগুলির সাথে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য কম্বোডিয়ান সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। 

 

চ্যানথল কম্বোডিয়া-মালয়েশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, তিনি বৃহত্তর সহযোগিতা এবং সম্প্রসারিত সহযোগিতার আশা করেন, বিশেষ করে মালয়েশিয়া থেকে আরও সরাসরি বিনিয়োগের মাধ্যমে।

তিনি বলেন, আমরা কম্বোডিয়ায়, বিশেষ করে হালাল খাদ্য প্রক্রিয়াকরণ খাতে আরও মালয়েশিয়ান বিনিয়োগ আশা করছি।

সূত্র : হালাল ফোকাস